সিরাজগন্জের কাজিপুরে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু।

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন   |   রাজশাহী


সিরাজগন্জ জেলা

প্রতিনিধি : সিরাজগন্জের কাজিপুরে বিষধর সাপের কামড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষক উপজেলার পূর্ব মাজনাবাড়ি এবতেদায়ি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি মাজনাবাড়ি গ্রামের মৃত জামতুল্লার পুত্র দেলোয়ার হোসেন দেলশাদ (৩০)।

গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে নয়টায় নিজ ঘরেই দেলশাদকে সাপে কামড়ায়। এসময় স্থানীয় ভাবে ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার (২১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে মরদেহ মনসুরনগরে তার নিজ বাড়িতে নিয়ে পুনরায় ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। কিন্তু কোন উপশম না হওয়ায় সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।