রাজশাহী পবা উপজেলা বড়গাছি ইউনিয়নে অবৈধ পুকুর খননের দায়ে দুইজন গ্রেপ্তার

 প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৯:৫২ অপরাহ্ন   |   রাজশাহী


পবা উপজেলা প্রতিনিধিঃ- সারোয়ার জাহান বিপ্লব,


পবা উপজেলার ৮ নং বড়গাছি ইউনিয়নের অন্তর্ভুক্ত ৩নং ওয়ার্ড মৌজাঃ  মাধাইপাড়া, জে,এল নং -১১৮।

আইন বহির্ভূত ভাবে ফসলি জমি (ধান,আলু,ভুট্রা) প্রায় ৪ বিঘার মত ফসল নষ্ট করে জোরপূর্বক পুকুর খনন করে যা কৃষকেরা পুকুর খননের জন্য এখনো জমি দেই নাই।

গত ৪-৫ আগে এডিসি, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসার একটি ভ্রাম্যমাণ টিম সরজমিনে তদন্ত করেন,এবং যে সকল কৃষকেরা  পুকুর খননের জন্য জমি দেয় নাই,তাদের আর্তনাদ/কান্নাকাটি (তারা অত্যন্ত দারিদ্রসীমার নিচে বসবাস করে)এইরকম পরিস্থিতি  দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিজ পকেট থেকে তাদের ২ হাজার টাকা প্রদান করেন,এবং পুকুর খননের নিষেধাজ্ঞা জারি করেন,এই নিষেধাজ্ঞাকে অমান্য করে,পুনরায় পুকুর খনন করে, এবং যে সকল কৃষকেরা পুকুর খননের জন্য জমি দেই নাই নিজে উপস্থিত সহ ৮-১০ মোটরসাইকেল নিয়ে ও অস্ত্র দেখিয়ে পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল তাদের হক হুমকি ধামকি দেয়।

আর বলেন স্থানীয় সাংসদ রাজশাহী-৩ পবা-মোহনপুর (জনাব মোঃ আয়েন উদ্দিন) এর নির্দেশনায় পুকুর খনন হচ্ছে,এমপি মহোদয় কে অবহিত করলে তিনি বলেন এ ধরনের কোন নির্দেশনা আমি দিই নাই।

আজ রবিবার ২৮ মার্চ ২০২০ দুপুরে জেলা পুলিশের একটি ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে এসে দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে যাই (জিয়াউর রহমান-২৮ পিতা মুনসুর রহমান মাধাইপাড়া) ও আরেকজন বলেন আমি সভাপতি এমদাদুল হকের ভাই পরিচয় দেন) এতে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত বলেন এখনো আইনের সঠিক বিচার আছে।