সিরাজগন্জে ছাত্রলীগ নেতা বিজয় হত্যাকারীদের গ্রেপ্তারে মানববন্ধন।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২০, ০২:১৮ পূর্বাহ্ন   |   রাজশাহী


সিরাজগন্জ জেলা প্রতিনিধি  :

  জেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলার  আসামীদের গ্রেপ্তারে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে সিরাজগন্জের কামারখন্দ উপজেলা আওয়ামীলীগ।আজ মঙ্গলবার বিকেলে কামারখন্দে আয়োজিত মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরী এ ঘোষণা দেন। কড্ডা-জামতৈল আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার নান্দিনা মধু আমতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি, উল্লাপাড়া ও কাজিপুর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। 

মানববন্ধনে অংশ নিয়ে নিহত বিজয়ের বাবা আব্দুল কাদের বলেন, গত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের একটি অংশ নৌকার বিপক্ষে কাজ করেছিল। আমার ছেলে তাদের কথা না শুনে নৌকার পক্ষে কাজ করার কারণেই ওই মহলটি ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক পর্যায়ে তারাই পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে। আমি হত্যাকারীদের শাস্তি চাই এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।