রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া শিশুকে পিতার নিকট হস্তান্তর।

 প্রকাশ: ২৭ অগাস্ট ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন   |   রাজশাহী


লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ

গত কয়েক দিন আগে শিশুটি ভূলক্রমে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যায়। তাকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলে স্থানিয়রা বিষটি বোয়ালিয়া থানার পুলিশকে অবগত করলে থানার টহল টিম তাকে উদ্ধার করে থানায় নিয়ে আশে।



এবিষয়ে, রাজশাহী  বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নিবারণ চন্দ্র বর্মন প্রতিবেদককে জানান আজ২৬/০৮/২০২০ খ্রিঃ বোয়ালিয়া মডেল থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত শিশুটিকে তার পিতা মোঃ সাজ্জাদ হোসেন (৩৭) এর নিকট হস্তান্তর করা হয়েছে। 


মোঃ সাজ্জাদ হোসেন বলেন,রাজশাহী বোয়ালিয়া মডেল থানা কর্তৃপক্ষ আমার ছেলেকে উদ্ধারপূর্বক দ্রুততম সময়ের মধ্যে আমার জিম্মায় শিশুটিকে হস্তান্তর করায় অফিসার ইনচার্জসহ সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।