সিরাজগঞ্জে ৮টি পাইপগান সহ অস্ত্র ব্যবসায়ী আটক।

সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৮টি পাইপগান সহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত গোপাল চন্দ্র সুত্রধর দৌলতপুর গ্রামের হরিপদ সুত্রধরের ছেলে।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মিজানুর রহমান জানান,, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিক নিদের্শনায় এসআই নাজমুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে জেলার বেলকুচি থানাধীন দৌলতপুর ইউনিয়নের চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৮টি পাইপগান সহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, গোপাল চন্দ্র সুত্রধর বিরুদ্ধে ইতি পূর্বেরও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।