রাজশাহী জেলা প্রশাসকের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দিচ্ছেন বিসিএসআইআর পরিচালক ড.মোঃ ইব্রাহিম।

 প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১২:৩৪ অপরাহ্ন   |   রাজশাহী



লিয়াকত হোসেন রাজশাহীঃ

জেলা প্রশাসক মো. হামিদুল হক এর হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দিচ্ছেন বিসিএসআইআর পরিচালক ড.মোঃ ইব্রাহিম।

 

 এ প্রসঙ্গে রাজশাহী বিসিএসআইআর এর পরিচালক ড.মোঃ ইব্রাহিম জানান, সামাজিক সচেতনতা ও নিজেকে নিরাপদ রাখার জন্য আমাদের তৈরি করা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে আমরা এসব হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছি। 

তিনি বলেন, আজকে বিসিএসআইআর এর  চেয়ারম্যান ফারুক আহমেদের নির্দেশক্রমে রাজশাহীর সম্মানিত ব্যাক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। আমাদের স্টকে আরও হ্যান্ড স্যানিটাইজার আছে, আমরা ধারাবাহিকভাবে জনসাধারণের কাছে এসব হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেব।


বিসিএসআইআর এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাফিস হাসান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে ২৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজকে দেয়া হয়েছে ৬০ বোতল। সব মিলে দুই হাজার বোতল বিতরণ করা হবে।