রাসিক মেয়রকে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কাঁচামাল দিলেন ব্যবসায়ী উদয় বসাক

 প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০২:০৯ অপরাহ্ন   |   রাজশাহী


লিয়াকত, রাজশাহীঃ

৭০০ লিটার হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে কঁাচামাল প্রদান করেছেন ডিকে বসাক এ্যান্ড কোম্পানীর স্বত্ত্বাধিকারী উদয় বসাক (বাবুলাল)। আজ রাত সাড়ে ৮টায় নগর ভবনে মেয়রের হাতে এসব কঁাচামাল তুলে দেন।

এ সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১  ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ব্যবসায়ী অনুপ রায় জুয়েল, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, বোয়ালিয়া থানা পশ্চিম  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব হাসান, মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।