রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

লিয়াকত হোসেন রাজশাহীঃ
নোভেল করোনা ভাইরাসের কারনে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল ও আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার।
সম্প্রতি সারা বিশ্বে নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডে কর্মহীন গরীব, দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন ১৪ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার। আজ ৩১ মার্চ সকাল ১০টায় নিজ কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী তিনি নিজ হাতে অসহায় মানুষের হাতে তুলে দেন।
এ সময় সম্মানিত ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আনোয়ার হোসেন আনার নোভেল করোনা ভাইরাসের কারনে জনসাধারনকে যথেষ্ট অসুবিধা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে বলে জানায় । এছাড়াও নোভেল করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ।
এ সময় উপস্থিত ছিলেন তেরখাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত কাদির কুমকুম, বীর মুত্তিযোদ্ধা মোঃ তৈয়বুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ (পশ্চিম) এর যুগ্নসাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জনি, ওয়ার্ড সচিব মোঃ শাহাজাহানসহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ।