টিফিনের টাকায় তিনদিনের খাবার দিল নাটোরের শিক্ষার্থীরা

মোহাম্মদ অংকন, ঢাকা :
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। নাটোর সদর উপজেলার কানাইখালী, বঙ্গজলসহ বিভিন্ন এলাকার রিক্সা চালকদের মাঝে ভ্রাম্যমাণ কার্যক্রমটি পরিচালিত হয়।
এসময় কার্যক্রমটির উদ্ধোধন করেন, প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম। তিনি বলেন, টিফিনের টাকা বাঁচিয়ে দুর্যোগের সময় এমন উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখা সভাপতি শেখ রিফাদ মাহমুদ এর নেতৃত্বে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন নাটোর জেলা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজিউল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমান, অনুষ্ঠান সম্পাদক চিন্ময় কর্মকার, সামিন, রনি, শুভ, অরিন, সাব্বির, হাসান, সাকিব, হাদিতসহ অন্যান্য সদস্যরা।
এ সময় শেখ রিফাদ মাহমুদ বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকা বাঁচিয়ে খাদ্য সামগ্রী উপহার কর্মসূচি নাটোর সহ বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে।
এ সময় তারা শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করে। চাল, ডাল, আলু, সাবান, সচেতনামূলক লিফলেটে সাজানো ব্যাগটিতে ৩দিনের খাদ্য দেওয়া হয়।
উলেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে ৪৫টি জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালিত করে আসছে। তারমধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মাদক-বাল্যবিবাহ-জঙ্গিবাদ বিরোধী সভা ইত্যাদি উল্লেখযোগ্য।