জনসমাগম ঠেকাতে কঠোর অবস্থানে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

জাহিদ হাসান নাটোর ঃ
নাটোরের বড়াইগ্রামে বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা সচেতনতা ও মোকাবেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে হাইওয়ে তাদের নিয়মিত টহল জোরদার করেছেন।যান চলাচল নিয়ত্রণ, অপ্রয়োজনে ঘর হতে বের হওয়া মানুষদের ঘরে ফেরানো, সামাজিক দুরত্ব বজায় রাখা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, মুখে মাস্ক,হাতে হ্যান্ড গ্লোভস্ ব্যবহার করা সহ জনসচেতনতায় তারা মাইকিং করে যাচ্ছেন। ঢাকা প্রবেশদ্বার বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক একটি গুরুত্বপুর্ণ স্থান।শুধু তাই নয়,এখান দিয়ে রাজশাহী,চাপাই সহ দক্ষিনান্ঞলোর পাবনা, কুষ্টিয়া,যশোরের লোকজনের ঢাকা হতে যাতায়াতের একমাত্র পথ। গণ পরিবহন বন্ধ হওয়ায় গার্মেন্টস শ্রমিক সহ যাত্রীরা ঢাকায় যেতে ক্যাভার্ট ভ্যান,লরি,পিকআপ ও পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা জারী হওয়ায় হতে বনপাড়া হাইওয়ে পুলিশ এখন কঠোর অবস্থানে। মঙ্গলবার দুপুরে দায়িত্ব পালনরত অবস্থায় নির্দেশনা সহ আমার অর্পিত দায়িত্ব নিষ্ঠার সহিত পালনের পাশাপাশি চলমান প্রানঘাতী করোনা সচেতনতা,প্রতিরোধ ও মোকাবেলায় দিনরাত সমানতালে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই উত্তরবঙ্গের যাত্রীবাহী গাড়ি বন্ধ সহ মালবাহী গাড়িতে কোন ক্রমেই যেন যাত্রী বহন না করে সেজন্য বিশেষ খেয়াল রাখতে আমরা বনপাড়া হাইওয়ে পুলিশ সর্বদা প্রস্তত।