জনসচেতনামূলক মাইকিং করছেন ওসি দিলীপ কুমার দাস।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:২০ অপরাহ্ন   |   রাজশাহী



জাহিদ হাসান,নাটোর, 

নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমণ মোকাবেলায় রাস্তাঘাটে পাড়া-মহল্লায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস নিজেই জনসচেতনামূলক মাইকিং করছেন ।


বুধবার সকালে উপজেলার বাগডোব বাজারে   মেরিগাছা বাজারে  বিভিন্ন জনসচেতনামূলক   এলাকায় তাকে  মাইকিং করতে দেখা যায়।


এসময় তিনি বলেন  আপনারা কেউ বাড়ীর বাহিরে আসবেননা , দূরত্ব বজায় রাখুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন । নিজে নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে থাকতে দিন এলাকার বিভিন্ন পয়েন্টে পলিশ সদস্যরা পাহারা দিচ্ছে।


মানুষ রাস্তায় দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোসজনক উত্তর না পেলে পুনরায় তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে।