নাটোরের বড়াইগ্রামে হতদরিদ্রের মাঝে ত্রানসামগ্রী বিতরণ।

জাহিদ হাসান, নাটোর,
নাটোরের বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজ উদ্যোগে কর্মহীন ও হত দরিদ্রদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছেন।
বুধবার সকালে উপজেলার এস. আর. পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে প্রবীণ আওয়ামী লীগ নেতা বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবাহান প্রামানিকের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল বারী, বড়াইগ্রাম পোর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কালাম জোয়ার্দার, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বনপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মহিত কুমার সরকার প্রমূখ।