রাজশাহীতে র‍্যাব-৫ এর অভিযানে হেরোইনসহ ৩জন গ্রেফতার ।

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:২৬ অপরাহ্ন   |   রাজশাহী



 লিয়াকত হোসেন রাজশাহীঃ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গতকাল ০৭ এপ্রিল ২০২০ তারিখ রাত্রি ০৯:৩০ ঘটিকায় রাজশাহী মহানগর শাহমখদুম থানাধীন সিটিহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ রকিবুল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল খালেক মোল্লা, সাং-দক্ষিণ রাঘবপুর, ২। মোঃ রিকাত জোয়াদ্দার (৩৬), পিতা-মোঃ ছহির উদ্দিন জোয়াদ্দার, সাং-আরিফপুর,  উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনা,  ৩। ড্রাইভার মোঃ সোহেল রানা (২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম নজর, সাং-বীরভদ্র বালাটারী, থানা-মাহিগঞ্জ, মহানগর রংপুর’দেরকে ৫২০ গ্রাম হেরোইন, ০৩ টি মোবাইল ফোন, ০৪ টি সীমকার্ড, ০১ টি প্রাইভেটকার ,নগদ ৭০০০/- টাকাসহ হাতেনাতে আটক করে র‍্যাব-৫ । উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।