বড়াইগ্রাম থানা আওয়ামী লীগের পক্ষ থেকে ১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ।

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:০৭ পূর্বাহ্ন   |   রাজশাহী


জাহিদ হাসান,নাটোর, 

 নাটোরের বড়াইগ্রামে দু’টি পৌরসভায় ও সাতটি ইউনিয়নের  মোট ১০০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে,এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা মান্নান, সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন  চেয়ারম্যান মোমিন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম রঞ্জু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাবান মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল আলম, বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থাণীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের নির্দেশনায় এই খাদ্যসহয়তায় দেয়া হচ্ছে। প্রাথমিক ভাবে ১০ কেজি চাল, ২.৫ কেজি আলু, ৫০০ মিলিগ্রাম সয়াবিন তেল ও একটি ডেটল সাবান দেয়া হচ্ছে।