একজন প্রতিবন্ধীর আকুল আবেদন।।

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০১:২৫ পূর্বাহ্ন   |   রাজশাহী


জাহিদ হাসান ঃ

করোনা ভাইরাস নিয়ে যখন সবাই আতঙ্কে আছে, যার পরিবারে প্রতিবন্ধী সন্তান আছে শুধু তারাই জানেন তাদের কি যন্ত্রনা। প্রতিবন্ধী হলেও তারা তো আমাদের মতো মানুষ-  তারা স্বাভাবিক ভাবে কোন কিছুই করতে পারেনা। কোন অভিভাবকই প্রতিবন্ধী সন্তানই চান না তার পরিবারের, দেশ ও জাতীর বোঝা হয়ে থাকতে, নাম মোছঃ ফুলমতি খাতুন (১৪) ২০১৮ জে এস সি পাশ করে,  পিতা আমিন প্রামানিক, বড়াইগ্রাম পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে চকবড়াইগ্রাম তার বাড়ি । ছোট বেলা থেকে তার পিতা ও মাতা তাকে অনেক কষ্ট করে অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে (২০২৮) সালে জেএসসি পাস করান তাকে । কিন্তু ফুলমতি চেয়েছিল সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ, দেশ ও জাতীর জন্য কিছু একটা করবে। বড়ই নির্মম পরিহাস হঠাৎ করেই ফুলমতি অসুস্থ হয়ে পরে এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মার বোনের সহযোগিতা ছাড়া সে দাঁড়াতে পারে না তাই বড়াইগ্রামের হৃদয় বান ব্যক্তিদের কাছে একটি হুইল চেয়ারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার তাই  দল- মত নির্বিশেষে সকলে মিলে ফুলমতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই