সলঙ্গায় আছিয়া- বছির ফাউন্ডেশনের উদ্যোগে ইউপি চেয়ারম্যানদের পিপিই প্রদান ,,,,,,,,,,,

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০৪:৫২ অপরাহ্ন   |   রাজশাহী



সলঙ্গা ( সিরাজগন্জ)  থানা প্রতিনিধি  :

সারা দেশে চলমান প্রতিকুলতায় সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন "আছিয়া- বছির ফাউন্ডেশন " মসজিদে মসজিদে বিশেষ দোয়া দিয়ে শুরু করেন তাদের নি:স্বার্থ সেবা কার্যক্রম। এরপর থেকে লিফলেট,স্টিকার,সাবান,হ্যান্ড ওয়াশ,মাস্ক, স্যানিটাইজার সহ জীবানুনাশক স্প্রে বিতরণ করেন। গতকাল শুক্রবার ও আজ শনিবার সংগঠনটির লগো সম্বলিত মাস্ক বিতরন আবারও অব্যাহত রেখেছেন তাদের কর্মীরা। এভাবে মানবতার কল্যাণে দিবারাত্রি তারা কাজ করে যাচ্ছেন।  মহামারী করোনা সচেতনতা ও মোকাবেলায় সরকারি আদেশে পুলিশ,সেনাবাহিনী সহ দেশের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাগন বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবিকতায়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ করোনা মোকাবেলায় তাদের স্ব স্ব ইউনিয়নের জনগনের মাঝে ঝুকি নিয়েই কাজ করে চলেছেন অবিরাম। সর্বক্ষণ চেয়ারম্যানদের পথচলায় করোনার ঝুঁকি বিবেচনা করে কিছুটা হলেও নিরাপদ থাকতে এ সংগঠনটির উদ্যোগে থানার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পিপিই প্রদান সহ করোনা সংক্রান্ত গিফট্ প্রদান করা হয়। পিপিই প্রাপ্ত চেয়ারম্যানদের প্রতিক্রিয়া জানতে চাইলে ৭ নং নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সরকার জানান,দেশে করোনা প্রাদুর্ভাবের শুরু হতে এ পর্যন্ত সলঙ্গাবাসীর জন্য তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার বলেন,মহামারী করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান,এনজিও সংস্থা, আছিয়া -বছির ফাউন্ডেশনের মত সেবাদানকারী সংগঠন সহ সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত।সলঙ্গা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং রামকৃষ্ঞপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা রফিকুল ইসলাম হিরো জানান,আমার ইউনিয়নের অলিদহ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আফছার আলী ও সুপরিচিত গ্রাম ডা: আখতার হোসেন হিরণের মৃত মা-বাবার নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন "আছিয়া -বছির ফাউন্ডেশন"। দেশের এই প্রতিকুলতায় প্রাণঘাতী  করোনা মোকাবেলায় নি:স্বার্থ ভাবে কাজ যাচ্ছে। যা সত্যিই প্রশংসার দাবীদ্বার। চেয়ারম্যানদের সেফটি হিসেবে পিপিই প্রদানে অত্যন্ত খু্শি মনে ধন্যবাদ জানাই উক্ত ফাউন্ডেশন কর্তৃপক্ষকে।