রাজশাহীতে দোকান ভাড়া না দেওয়ায় পিটিয়ে আহত করলেন দোকান মালিক।

লিয়াকত হোসেন রাজশাহীঃ
রাজশাহীতে দোকান ভাড়া না দেওয়ায় পিটিয়ে আহত করেছেন এমন অভিযোগ উঠেছে রোকেয়া বেগম নামে এক দোকান মালিকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় এলাকায়।
ভুক্তভোগীর বাড়ি নগরীর মেহেরচন্ডী চকপাড়া এলাকায়।
দেশে যখন ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন সেই অবস্থায় দোকান ভাড়ার জন্য চাপ প্রয়োগ করে দোকান মালিক রোকেয়া বেগম ভাড়া না দিতে পারলে দোকান ঘর ছেরে দিন দোকান ভাড়াটিয়া ফারুক বলেন দেশের এই ক্রান্তিলগ্নে কয়েকদিন থেমে ভাড়াটা নিন এ কথা বলায় দোকান মালিক ক্ষিপ্ত হয়ে দোকান মালিক এবং সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান খলিল এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ফারুক আহমেদ নামে এক দোকানদারকে পিটিয়ে আহত এবং মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে।
এ এসময় তার কাছে থাকা মোবাইল ফোন এবং মোটরসাইকেল ভাঙচুর করার মত ঘটনা ঘটেছে।
ভদ্রা মোড় সাবেক কাউন্সিলর খলিলের চেম্বারের পাশে এই ঘটনার অভিযুক্তরা হলেন ১.সিটু পিতা মনোয়ার বাংগাল ২. নাফিম পিতা খলিলুর রহমান ৩.নিথুন পিতা খলিলুর রহমান ৪. রোকেয়া বেগম পিতা মোয়াজ্জেম হোসেন।
এ ঘটনায় এদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় অভিযোগ এবং মামলা টি প্রক্রিয়াধীন রয়েছে।