নাটোরের বড়াইগ্রামে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য বিতরণ উপজেলা চেয়ারম্যান।

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৫১ অপরাহ্ন   |   রাজশাহী


জাহিদ হাসান,

নাটোরের বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নিজ উদ্যোগে কর্মহীন ও হত দরিদ্রদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছেন।


রবিবার সকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিকের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো অনেকে।

জনবহুল বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্ক ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সাবলম্বীদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার আহবান জানান বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী।