সংকট মোকাবেলায় সলঙ্গার মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ,,,,,,,,,,,,

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০১:৩২ পূর্বাহ্ন   |   রাজশাহী


সলঙ্গা ( সিরাজগন্জ)  থানা প্রতিনিধি  :

সারাদেশে করোনা প্রাদুর্ভাবের শুরু হতে অদ্যাবধি পর্যন্ত মানুষের  পাশে থেকে করোনা রোধে  মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করে চলেছেন সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন "আছিয়া- বছির ফাউন্ডেশন "। মসজিদে মসজিদে  দোয়া হতে শুরু করে  লিফলেট,স্টিকার,সাবান,হ্যান্ড ওয়াশ,মাস্ক, স্যানিটাইজার বিতরন সহ জীবানুনাশক স্প্রে ছিটানো কাজও করছেন তারা। । সংগঠনটির লগো সম্বলিত মাস্ক বিতরন কার্যক্রম আবারও নতুন করে শুরু করেছেন তারকর্মীরা। সরকারি আদেশে  প্রাণঘাতী করোনা সচেতনতা ও মোকাবেলায় বাংলাদেশ পুলিশ,সেনাবাহিনী সহ দেশের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাগন বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবিকতায়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জনপ্রতিনিধি, রাজনৈতিক গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গ ঝুকি নিয়ে  অবিরাম ছুটে চলার  কথা বিবেচনা করে কিছুটা হলেও নিরাপদ থাকতে এ সংগঠনটির উদ্যোগে থানার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদা ও থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরকে  স্বাস্থ্য সুরক্ষা পিপিই প্রদান সহ করোনা সংক্রান্ত গিফট্ প্রদান করা হয়। পিপিই প্রাপ্ত ওসি তাজুল হুদা তার প্রতিক্রিয়ায় জানান,মানুষ মানুষের জন্য। সারাদেশে করোনা প্রাদুর্ভাবের শুরু হতে এ পর্যন্ত সলঙ্গাবাসীর জন্য সংগঠনটির  সেবা কার্যক্রম অব্যাহত থাকায় ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন,এ সংকটময় মুহুর্তে সামাজিক দুরত্ব বজায় রাখুন,বিনা কারনে কেউ ঘরের বাইরে বের হবেন না,পরিস্কার পরিচ্ছন্নতা ও মাস্ক,গ্লোভস্ ব্যবহার করুন। শেষে তিনি সকলের সহযোগীতা ও মহান আল্লাহর রহমত কামনা করেন। সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর বলেন,মহামারী করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান,এনজিও সংস্থা,আমার থানার অন্তর্গত আছিয়া -বছির ফাউন্ডেশনের মত সেবাদানকারী সংগঠন সহ সমাজের ধনী ও বিত্তবানদের এ সময়ে এগিয়ে আসা উচিত।   করোনা মোকাবেলায় নি:স্বার্থ ভাবে সলঙ্গাবাসীর জন্য এ সংগঠনটি  কাজ করছে বলে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।