রাজশাহীর পুঠিয়ায় ০১জন করোনা ভাইরাসে আক্রান্ত।

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০৩:৪৪ পূর্বাহ্ন   |   রাজশাহী



লিয়াকত হোসেন রাজশাহীঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের পন্নাপাড়া গ্রামে মোঃ ইউসুব আলী (৩০) নামের এক গার্মেন্টসকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

ইউসুব আলীর ভাতিজা রাব্বুল জানান, পন্নাপাড়া গ্রামের মৃত হায়দার আলীর পুত্র মোঃ ইউসুব আলী (৩০) ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতো। ৯ থেকে ১০ দিনে আগে তিনি অসুস্থ অবস্থায় ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসেন।জানাগেছে সেই বাড়িতে তার বোন গোলাপী ও তার ভাগ্নে শুভ থাকতেন। 

গতকাল শনিবার তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়।

 আজ রোববার তার রক্তে করোনা ভাইরাস ধরা পড়ে এদিকে রাজশাহীতে প্রথম কোন রোগী সনাক্ত করা হলো।

 এদিকে পুঠিয়ায় আক্রান্ত ওই ব্যক্তির বাড়িটি লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

এর পাশাপাশি মাইকিং করে এলাকাবাসীকে সাবধান করা হচ্ছে।

 আপনারা ঘর থেকে বের হবেন না পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউল্লাহ মহোদয় এ বিষয়টি নিশ্চিত করেছেন।