সলঙ্গায় চৈত্রহাটি পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ জন নিহত : আহত ১২,,,,,,

সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :
সিরাজগন্জের সলঙ্গায় দীর্ঘদিন ধরে বিবাদমান পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে ঊভয় পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। আহতরা হলেন,দেলবার,খোরশেদ,আমিরুল,হাসান,সবুজ,তাপস,নরেন,সুদেব,কমলেশ,পরিমল,পরিতোষ,সবিতা। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি একই গ্রামের ছোরমান আলীর পুত্র কোরবান আলী (৪২) বলে জানা গেছে। পুকুরটি রামকৃষ্ঞপুর ইউপির চৈত্রহাটি শ্রী শ্রী জগদ্বিশ্বরী কালিমাতা মন্দিরের বলে এলাকাবাসীর দাবী। জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐ পুকুরটি নিয়ে মামলা মোকর্দ্দমা সহ বিবাদ চলে আসছিল। সোমবার দুপুরে বিতর্কিত ঐ পুকুরে একটি পক্ষ মাছ মারতে গেলে অপর পক্ষ বাধা প্রদান করে। এতে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কোরবান আলী ছুরিকাঘাতে গুরুতর আহত হলে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ বিষয়ে সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদা জানান,বিতর্কিত ঐ পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত ঘটে। শুনেছি আহত একজন চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় মারা গেছে। নতুন করে আর যেন কোন সংঘর্ষ না হয় সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।