কল্লোল ফাউন্ডেশন পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ,

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০১:৩৫ পূর্বাহ্ন   |   রাজশাহী


নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে থানাইখারা গ্রামে কর্মহীন মৎসজীবিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের  প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। বন্ধ হয়ে আছে খেটে খাওয়া মানুষের আয়ের পথ। এই অবস্থায় ক্ষুধা নিবারণের প্রয়োজনীয় খাবারের জন্য হিমসিম খাচ্ছে হতদরিদ্র, কর্মহীন অসহায় মানুষগুলো । এসব কর্মহীন হয়ে পড়া দিনমজুর, কর্মজীবী, গরিবদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন  কল্লোল ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলি কুদ্দুস মুক্তি কল্যাণ ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি জানান, চলমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষেরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে হতদরিদ্র, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।আমরা পর্যায়ক্রমে কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করব।