স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন,

নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হিসাবে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন ধর্মঘট পালন করছেন এক তরুণী (১৭)। ওই তরুণী বড়াইগ্রামে উপজেলার নগর ইউনিয়নের কুজাইল গ্রামের মোঃ ওসমান গনির মেয়ে।
অনশনরত তরুণী জানান, একি উপজেলার মেরিগাছ গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে নাজমুলের সাথে তার ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সূত্রে ৫ মাস আগে ধানাইদহ বাজারে ধর্মীয় মতে তারা দুজন দুজন কে বিয়ে করে। এরপর নাজমুল শ্বশুর বাড়িতে যাতায়াত করতো কিন্তু প্রায় দুই মাস আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন না। পরে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এতে বাধ্য হয়ে আজ সকালে স্ত্রী হিসাবে স্বীকৃতি পাওয়ার দারিতে নাজমুল বাড়িতে এসে অবস্থান নেয়া হয়েছে। সোমবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী সেখানেই অবস্থান করছিলেন।
এদিকে, ওই তরুণী আসার পর থেকেই প্রেমিক নাজমুল বাড়ি থেকে পলাতক রয়েছেন। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে নাজমুলের মা বলেন, আমার ছেলে বিয়ের বিষয়টি অস্বীকার করেছে। এখন মেয়েটি আমার বাড়িতে এসে উঠেছে। কিন্তু ছেলে না থাকায় এ ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।