বড়াইগ্রাম থানায় সংযুক্ত হলো থার্মাল স্ক্যানার।

নাটোর জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি থেকে সুরক্ষার জন্য নাটোরের বড়াই গ্রাম থানায় সংযোজিত করা হলো থার্মাল স্ক্যানার।
সোমবার বিকেলে বড়াইগ্রাম থানায় আসা একজন ব্যক্তিকে পরীক্ষা করে ওই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার ( বড়াইগ্রাম সার্কেল) মোঃ হারুন-উর-রশিদ , বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস দিলীপ কুমার দাস জানান, নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার কৃর্তক এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। থানায় সেবা নিতে আসা মানুষদের পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চিত করার লক্ষ্যে থানায় মুল ফটকের সামনে একটি বেসিন স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, থানায় আগত মানুষদের ও পুলিশ সদস্যদের শরীরের তাপমাত্রা যাচাই করার জন্যে সংযুক্ত করা হলো থার্মাল স্ক্যানার যা সার্বক্ষণিক প্রয়োজনে আসবে।