সলঙ্গায় ওএমএস এর ৫০ বস্তা চাল সহ ৩ জন আটক,

জি,এম স্বপ্না, সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :
সহকারী কমিশনার ( ভুমি) রায়গন্জ ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুবীর কুমার দাস, রেব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক লেফটেন্যন্ট এম,এম ইমরান হাসান এর নেতৃত্বে একটি চৌকস দলের সহযোগীতায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার সলঙ্গা থানার ভুঁইয়াগাতী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মহাসড়কের উপরে খাদ্য বান্ধব কর্মসুচীর আওতাভুক্ত (ওএমএস) এর ১০ টাকা কেজি দরের চাল পাচার কালে ঘুড়কার চাতাল মালিক আ: ছাত্তার, ট্রাক ড্রাইভার ও তার সহযোগী সহ মোট ৩ জনকে আটক করা হয়। আটককৃত ৫০ বস্তা (মোট ২৫০০ কেজি) চাল জব্দ করে রেবের হেফাজতে দেয়া হয় এবং নিয়মিত মামলা রুজু করতে নির্দেশ দেয়া হয়। এ ছাড়াও সরকারি আদেশ অমান্য করে মহাসড়কে পরিবহনে যাত্রী উঠানোর অপরাধে ১৮ টি গাড়ীর ড্রাইভারকে ৩২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।