সিরাজগঞ্জে ফেন্সিডিল সহ ব্যবসায়ী গ্রেফতার,,,,,,,,,

সলঙ্গা ( সিরাজগন্জ) থানা প্রতিনিধি :
সিরাজগন্জের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ফয়সাল আহমেদ ও র্যাব-১২ সদর দপ্তর এর যৌথ অভিযানে সোমবার ১২০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম,এম,এইচ ইমরান জানান,সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলার কামারখন্দ উপজেলার কাসেম মোড়ে যৌথভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ঢাকাগামী একটি এফ জেড মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমান ফেন্সিডিল এক ব্যবসায়ীকে গ্রেফতার ককরা হহয়। গ্রেফতারকৃত ব্যক্তি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার খামারপাড়া গ্রামের মোঃ অহিদুল ইসলামের ছেলে মোঃ সুমন মিয়া (৩৫)। পরে তার দেহ তল্লাশী করে মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল,একটি সীম ও এফ জেড ১৫০ সিসি একটি মোটর সাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে কামারখন্দ থানায় মামলা সহ আসামিকে হস্তান্তর করা হয়।