উল্লাপাড়ার সড়াতৈল পশ্চিপাড়া জামে মসজিদের বিজয় দিবসে সড়াতৈলে অনুষ্ঠিত হবে তাফসিরুল কুরআন

মাহফিল,,,,,,,, জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উন্নয়নকল্পে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মসজিদের উন্নতি কল্পে ৮৬তম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উল্লাপাড়ার সংসদ সদস্য জনাব তানভীর ইমাম। মসজিদের খতিব মওলানা মতিউর রহমান খন্দকারের সভাপতিত্বে মাহফিলের প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কুরআন, আলহাজ্ব হযরতুল আল্লাম, হযরত মাওলানা আবু হানিফ নেছারী। দ্বিতীয় বক্তা, আলহাজ্ব ক্বারী মাওলানা মোঃ আবুল হাসেম। এছাড়াও আরও অন্যান্য ওলামায়ে কেরামগন ওয়াজ ফরমাইবেন।