বাগেরহাট মোরেলগঞ্জে এসিলাহা হাই স্কুলে বিদায় সংবর্ধনা ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহি এসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৫ টায় বিদ্যালয় হল রুমে মোরেলগঞ্জ পৌর মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড.মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিল ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আলী হাচান,ও মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.সাইদুর রহমান।
আয়োজিত অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শামিম আহসান মল্লিক, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ ও অন্যান্য অতিথি বৃন্দ উপস্হিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী,সহ ৯ জন শিক্ষক ও ২ জন কর্মচারীর বিদায় সংবর্ধনা দেয়া হয়।অন্য শিক্ষকরা হলেন বাবু নগেন্দ্র নাথ মিস্ত্রি,বাবু অমল কৃষ্ণ চৌধুরী,মো.শামসুদ্দিন চৌধুরী,মো.নুর হোসেন,
খলিলুর রহমান,একে এম ফরীদি,কমল কৃষ্ণ সুতার,রমেশ চন্দ্র রজব দাস,কর্মচারী আঃ বারেক,ও মো.সোরাপ হোসেন।