চট্টগ্রাম ১৫ লোহাগাড়ায় ধর্ম মন্ত্রীর আগমন উপলক্ষে ফুলেল শুভেচছায় জানান এম এ মোতালেব সিআইপি এমপি

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন   |   ধর্ম




  নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি



লোহাগাড়া বাইতুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ আয়োজিত বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, মাহফিলে ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে   সবসময় ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যতবার ক্ষমতায় অধিষ্ঠিত হয় ততবার ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে নিরলস ভাবে কাজ করে গেছে এবং করে যাচ্ছে, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া -সাতকানিয়ার নব- নির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি এম পি, আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হোসেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব সালাহ উদদীন হিরো,  লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং  বায়তুশ শরফ এর পীর সাহেব আব্দুল হাই নদভী সহ অসংখ্য মুসলিম উম্মাহ উপস্থিত থেকে শেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।

ধর্ম এর আরও খবর: