পূর্ব লোহাগাড়া বটতলা হেফজখানা ও ফোরকানিয়া মাদ্রাসা পরিদর্শন করেন রাহবারে বায়তুশ শরফ

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন   |   ধর্ম



 

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম 

লোহাগাড়া উপজেলার অর্ন্তগত দোলা হাজির বাড়ি সংলগ্ন ৮নং ওয়ার্ড পূর্ব লোহাগাড়া বটতলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নব নির্মিত জামে মসজিদ, হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসা পরর্দশন করেন রাহবারে বায়তুশ শরফ ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (মা জি আ)।


১৫ এপ্রিল রোজ সোমবার সন্ধ্যা ৬:২০ মিনিটে লোহাগাড়া সদর ইউনিয়ন ৮নং ওয়ার্ডে দোলা হাজি বাড়ি সংলগ্ন পূর্ব লোহাগাড়া বটতলা নব নিমির্ত মসজিদে মাগরিব নামাজ আদায় করেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (মা জি আ)। তারপর পূর্ব লোহাগাড়া বটতলা হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দীনের আহবানে বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী (মা জি আ) হেফজখানা পরিদর্শন করেন এবং দোয়া করেন।  


এসময় পূর্ব লোহাগাড়া বটতলা বায়তুশ শরফ কমপ্লেক্সে জায়গার সংশ্লিষ্ট মরহুম মোখলেছুর রহমানের সুযোগ্য পুত্র মোহাম্মদ শফি সওদাগর, সৌদি প্রবাসী নাছির আহমেদ ও সৌদি প্রবাসী আমির আহমদ,যুবনেতা ও সংগঠক আব্দুল আজিজ, লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সফুর, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশীদ, মাওলানা ইউসুফ সিকদার, বাদশা মিয়া, পূর্ব লোহাগাড়া বটতলা হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার হাফেজ জোবাইর, সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দীনসহ স্থানীয় মাণ্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধর্ম এর আরও খবর: