বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ঈদ উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ।

 প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন   |   ধর্ম





জাহিদ হাসান স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রাম  পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ৪৯ জন ইমাম ও ৪৮ জন মুয়াজ্জিনের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।



মঙ্গলবার পৌর মিলনায়তনে পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস ইমাম-মুয়াজ্জিনদের হাতে মোট ৮৭ হাজার টাকা তুলে দেন। পৌর নির্বাহী কর্মকর্তা মো.জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস ইসলাম,সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, বড়াইগ্রাম পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা সবার সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই,তাই পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য সামান্য এই উপহার। তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ করতে পারেন সেজন্য পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও সম্মানী ভাতা দেওয়া হলো।