যুব নেতাদের দাওয়াতে যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক হাঃ মাওঃ জহিরুল ইসলামের ব্যাবস্থাপনায় ও কেরানীগঞ্জ মডেল থানা শাখার সাংগঠনিক সম্পাদক জিয়াউল করীমের চেষ্টায় একজন যুবক হিন্দু ধর্ম ছেড়ে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে কালেমা পাঠ করিয়ে মুসলমান করান মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আরো উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ সম্পাদক মাওলানা আলআমিন খলিফাসহ নেতৃবৃন্দ।
এর পর যুব নেতা জিয়াউল করীমের বাসায় তার স্ত্রীকে মুসলমান বানিয়ে মোহরানা ধার্য করে তাদের নতুনভাবে বিবাহ পড়ানো হয় এবং মোহরের অর্থ উপস্থিতভাবেই পরিশোধ করার ব্যবস্থা করা হয় এবং যুব আন্দোলনের দায়িত্বশীলদের ব্যবস্থাপনাতেই তাদের নতুন বাসা ও বাসার প্রায়জনীয় আসবাবপত্র ক্রয় করে দেওয়া হয় ।