স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদকে আজ জিজ্ঞাসাবাদ করছে দুদক

- স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত নিন্মমানের মাস্ক ও পি,পি,ই সরবরাহ করায় এবং রিজেন্ট ও জি,কে,জি হাসপাতালের চুক্তির বিষয়ে দুদক আজ স্বাস্থ্য অধিদপ্তর এর সাবেক ডিজি আবুল কালাম আজাদ সহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করছে।
করোনা মহামারির সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এর সিমাহিন দুর্নিতি।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় স্বাস্থ্য অধিদপ্তর এর দুর্নিতির সম্পৃক্ততা দেশের বিভিন্ন উচ্চসারির গণমাধ্যমে উঠে এসেছে । সরবরাহকৃত নিন্মমানের মাস্ক ও পি,পি,ই এর কারনে করোনা মহামারির সম্মুখ যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে এমনকি জীবন দিতে হয়েছে দেশের উচ্চসারির কয়েকজন চিকিৎসকে ।