তাবলিগ জামাত বন্ধের দাবি-তসলিমা নাসরিন।

প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়
তসলিমা নাসরিনের দাবী সরকারি নির্দেশ অমান্য করে দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতের ধর্মীয় কার্যক্রম করায় ভারতে করোনা ছড়িয়েছে বলে দাবি করে।
তাই তাবলিগকে নিষিদ্ধ করা হোক বলে জানিয়েছেন বাংলাদেশে বিতর্কিত, নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
সেই মসজিদে তবলিগ জামাতের জন্য যার অংশগ্রহণ করেছিলো তাদের মধ্যে ১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আরো ৬৪৭ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে তাবলিগ জামাত নিষিদ্ধ করার জোরালো দাবি করতেছে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তার টুইটারে নিজের ক্ষোপ প্রকাশ করে লেখেন তাবলিগ জামাতের উদাসীনতার জন্য বহু মানুষের প্রাণহানি হচ্ছে। তাই তাবলিগ জামাতকে নিষিদ্ধ করা উচিত।
এর আগে ও কয়েকবার নিজামুদ্দিনের জমায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তসলিমা বলেন । তাবলিগ জামাত হচ্ছে গন্ডমূর্খদের সংগঠন। তিনি আরো বলেন জামাতের সঙ্গে পরোক্ষে যোগ রয়েছে সন্ত্রাসবাদের। এটাকে বিশ্বের সব দেশে নিষিদ্ধ করা উচিত।