শবে বরাত ও করোনা ভাইরাস এ সহযোগিতা

পুষ্পেন্দু মজুমদার.
সন্দ্বীপ প্রতিনিধি ঃ
১৯ নং আমানউল্ল্যা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ শাহাদাত চৌধুরি পরিবারের আর্থিক অর্থায়নে আজ পবিত্র শবে বরাত ও করোনা ভাইরাসের কারনে কর্মহীন গরীব অসহায় দরিদ্র ১০০ মুসলিম পরিবারের মধ্য চাউল- মুরগী, আলু বিতরন।
কিছু দিনের মধ্য আবার ও সাধ্যমত দেওয়া হবে সহযোগিতা।
যদি কোন ব্যক্তি অভাব গ্রস্ত, লাজ লজ্জার কারনে সাহয্য চাইতে বা বলতে লজ্জা বোধ করেন তাহলে আপনারা মোবাইলে আমাকে জানান।
আমি আপনার পরিবারকে সংগোপনে নিজ ঘরে ত্রান সামগ্রী পৌছে দেব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনা ও মাহফুজুর রহমান মিতা মাননীয় সংসদ সদস্য এই নির্দশনা প্রদান করেছেন।
আমি প্রতিশ্রতি দিয়েছি পাশে ছিলাম,পাশে আছি,পাশে থাকব। বিপদে বন্ধুর পরিচয়।
আপনার পরিবার সমাজ আক্রান্ত হতে পারে,
,তাই নিজে বাঁচুন,পরিবার ও সমাজকে বাঁচান।