দূর্দান্ত কাম ব্যাকে ফাইনালে বার্সেলোনা।

প্রতিবেদক, টিপু সুলতান বিজয়ঃ
কোপা ডেল রে সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গেলে পিছিয়ে ছিলো বার্সা । নিজের মাঠে গতরাতে ফাইনালে যাওয়ার জন্য মাঠে নেমেছিলো। শুরু থেকেই আক্রমণে যায় বার্সা, সফলতা আসে ১২ মিনিটে উসমান ডেম্বেলের কল্যাণে এগিয়ে যায় বার্সা। কিন্তু তখন ও ২-১ গোলে পিছিয়ে বার্সা।
বিরতির পর ম্যাচে সমতার সহজ সুযোগ মিস করে সেভিয়া। টিমকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচায় বার্সা গোলরক্ষক টেন স্টেনগান পেলান্টি সেভ করে।
১ -০ গোলে এগিয়ে থেকে ও বার্সা শিবের স্বস্তি ছিলো না। প্রথম লেগের ২-০ গোলে পিছনে থাকার জন্য। একটা সময় বার্সা সমার্থকরা তো আশা ছেড়েই দিয়েছিলো।
কিন্তু দলটা যখন বার্সা তখন আপনাকে শেষ বাঁশি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৯০+৪ মিনিটে পিকের অসাধারণ গেলে ম্যাচে ফিরে বার্সা। এই গোলে বার্সা বাহিনী কিছুটা হলে ও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কারণ তখন ও ফাইনালে আশা বেঁচে ছিলো।
সেভিয়ার কফিনে শেষ পেরেকটা ঢুকালো ম্যাচের ৯৫ তম মিনিটে ব্রাথওয়েট। তার কল্যাণে বার্সা ৩-০ তে এগিয়ে যায়। আর ম্যাচে ফিরতে পারে নি সেভিয়া শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় নিয়ে ফাইনালে চলে গেলো বার্সা।