বাঘায় ওয়ার্কার্স পার্টির নেতাসহ ২ জনের জানাযার শেষে দাফন,

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন   |   সারাদেশ




মোস্তাফিজুর রহমান, 

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

     

রাজশাহীর বাঘায় এক সাথে ২ জনের জানাযার পর তাদের দাফন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জুম্মা  আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় তাদের। দুই জনই পৃথকভাবে নিজ বাড়িতে বৃহস্পতিবার রাতে মারা যান।

জানা গেছে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি ও রাজশাহী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)  উপজেলা সভাপতি এবং বড়াল নদী রক্ষা আন্দোলনের আহবায়ক, জাতীয় কৃষক সমিতি, রাজশাহী জেলা সহ-সভাপতি কমরেড ফরজ আলী (৬০) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি---রাজিউন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আড়ানী পৌরসভার খয়েরমিল নুরনগর গ্রামে তার নিজ বাড়িতে হ্নদরোগে আক্রান্ত হয়ে (হার্টএ্যাটাক) মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

অপরদিকে আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মসজিদের ইমাম নিজাম উদ্দিনের মা শখেজান বেওয়া (১০০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। শখেজান বেওয়া আড়ানী পৌরসভার উত্তর পাঁচপাড়া গ্রামের মৃত জমসেদ আলীর স্ত্রী। তিনি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মারা যান।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দল, ওয়ার্কার্স পার্টি, বাপা এবং বড়াল নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা মরহুম ফরজ আলীর জানাজার আগে কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

সারাদেশ এর আরও খবর: