বড়াইগ্রামে উৎসব মুখর পরিবেশে লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ চুড়ান্ত ।
জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন র্পযায়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্বে এ লটারী অনুষ্ঠিত হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি)ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম, ডিলার নির্বাচন কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব ডিলার নিয়োগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ ডালিম,উপজেলা সমাজসেবা
কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৭টি ইউনিয়নের জন্য ২২ জন ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য অধিদপ্তর। মোট আবেদন কারী সংখ্যা ১২৯ টি, বৈধভাবে ১১৫ জন আবেদন করেন। লটারীর মাধ্যমে ২২জনকে নির্বাচিত করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উপজেলা পরিষদ মিলনায়তনে আবেদন কারী দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করেছিল সবার সহযোগীতা এবং আন্তরিকতায় সুন্দর ভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়েছে এজন্য সবাইকে ধন্যবাদ।