পীরগঞ্জে ৬ টি পরিবার বাড়িঘর আগুনে পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত প্রায় ২৫- ৩০ লক্ষ টাকা।

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৫ টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়নের মধ্য চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই, এদের ক্ষতিগ্রস্ত প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান, ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত জবাইদুর রহমানের ছেলে, মনজুর আলমের ঘর থেকে বৈদ্যুতিক সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করছেন ক্ষতিগ্রস্তরা। আগুনের সবকিছু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা হলেন, জবাইদুর রহমান, মনজুর আলম, আজেক আলী, আফজাল হোসেন, খাইরুল আলম, মধ্য চাপাপাড়া গ্রামের ইউপি সদস্য ইশারত আলী জানান, আমার বাড়ির পাশে বাবা ছেলের সহ আরও তিনটি পরিবার ‘আগুনে সব কিছু পুড়ে গেছে। কয়েকটি গরু, ছাগল, মুরগি টাকা পয়সা, ধান চাল, জমির কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র, ছেলে মেয়েদের সার্টিফিকেট, বই পুস্তক, কৃষিপণ সহ পড়নের মতো কোনো কাপড় নেই। ছেলেমেয়েদের পড়ার মতো বই নেই। পোড়া বাড়ির লোকজনকে খাবে খাওয়ার মত কোন কিছুই নেই। থাকার মতো বা মাথা বুঝার মত কোনো ঘর নেই।’ এই বিষয়ে, পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.রাকিবুল হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ঈদুল ফিতরের ছুটি থাকায় তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ‘অগ্নিকাণ্ডে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওদের তালিকা করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারিভাবে সহায়তা প্রদান করে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য জরুরী বলে, মনে করছেন এলাকাবাসী।