মানিকগঞ্জের দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ফুটবল খেলার শুভ উদ্বোধন।

 প্রকাশ: ০২ মে ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন   |   সারাদেশ



রবিউল আলম,দৌলতপুর (মানিকগঞ্জ) থেকে :

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এবং অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে। ফুটবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন দৌলতপুর থানা ভারপ্রাপ্ত অফিসার(ওসি) জনাব আল মামুন, আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানায় এসআই মো:হাফিজুর রহমান,কেন্দ্রীয়  কৃর্ষকদলের কাদের সিদ্দিকী, সামান (ছাত্রদল) আরও অনেক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ফুটবল খেলার আয়োজক দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক মোঃ আরফান আলী সহঃ সমন্বয়ক জহির মাহমুদ,জাহাঙ্গীর, শুকুর আলী সহঃ দৌলতপুর বাজার সমস্ত ব্যবসায়ীগন।খেলায় ১-১ গোলে ড্র হয়।তবে পয়েন্ট তালিকায় কসমেটিক্স দল এগিয়ে আছে। প্রথম ম্যাচে আংশগ্রহন করে কসমেটিকস, ইলেকট্রনিকস দোকানদার টিম বনাম ওষুধ, মোবাইল দোকান সহঃ দোকানদার টিম।খেলাটির ফাইনাল টিম অনুষ্ঠিত  হবে ঈদুল আযহার তৃতীয় দিন।

সারাদেশ এর আরও খবর: