কালকিনিতে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ইটের ভাটায় অর্থদন্ড

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন   |   প্রশাসন


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এই অর্থদণ্ড দেন। 

উপজেলা প্রশাসন জানান, উপজেলায় দু'টি ইট ভাটায় মাটি কাটা সম্পর্কিত বিষয়ে জেলা প্রশাসকের অনুমতিপত্র না নিয়ে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে ইট ভাটায় পরিচালনার অপরাধে আলীনগর ইউনিয়নের অর্ণিমা কন্সট্রাকশন এন্ড ব্রিক ফিল্ডকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং খাসেরহাটের নিউ হাওলাদার ব্রিক্সকে ১ লক্ষ টাকা জরিমানাপূর্বক তা আদায় করা হয়।

পর্যায়ক্রমে উপজেলার সমস্ত ইট ভাটায় এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় কালকিনি থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


প্রশাসন এর আরও খবর: