কালকিনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন   |   প্রশাসন


কালকিনি প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি পাকা স্থাপনা ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।  

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন জানান, উপজেলার বাঁরশগাড়ি ইউনিয়নের খাসেরহাটে অবস্থিত বাংলাদেশ সরকারের ০১নং খাস খতিয়ানের ০.৭৫ শতাংশ জমিতে স্থানীয় বাসিন্দা জালাল বেপারী কর্তৃক অবৈধভাবে নির্মিত একটি পাকা স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।

অবৈধ পাকা স্থাপনা গুড়িয়ে দেয়ার সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং খাসেরহাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রশাসন এর আরও খবর: