অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন কালকিনি উপজেলা প্রশাসন

মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী হৃদয় হাওলাদারকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে পরবর্তী সেশনে ভর্তির দায়িত্ব নিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন।
আজ বৃহস্পতিবার (৭আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই শিক্ষার্থীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তার পরবর্তী সেশনে ভর্তির দ্বায়িত্ব নিয়ে অর্থ সহায়তা প্রদান করেন।
জানাযায়, হৃদয় হাওলাদার আলিনগর ইউনিয়নের শেহলাপট্রি এলাকায় বাসিন্দা হাতেম হাওলাদারের ছেলে। ছোটবেলা থেকে হৃদয় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বর্তমান সময়ে পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে তার লেখাপড়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।
অর্থ সহায়তার সময়ে উপস্থিত ছিলেন কালকিনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মুন্সি, প্রকৌশলী মোঃ রাকিব হোসেন।