টেকনাফে সামাজিক দূরত্ব ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রট "আবুল মনসুর"১১ জনকে ৩৪,৫০০ টাকা জরিমানা,

সাইফুল ইসলাম-টেকনাফঃ
সারা দেশের ন্যায় টেকনাফে ও করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় ও বাজার ব্যবস্থা সাধারণ ভুক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তা নিয়ন্ত্রণে প্রতিদিনের মত আজও টেকনাফ পৌরসভা ও সদর বাজার এলাকা যেমন সাবরাং,নয়াপাড়া ইত্যাদি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন-টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট "মোঃআবুল মনসুর।সে সাথে পাশাপাশি সবাইকে মাইকিং করে সর্তক করে দেয়া হচ্ছে।অভিযান পরিচালনা কালে সরকারি সড়কপথে নিয়ম কে অমান্য করার এক সিএনজি ড্রাইভার ও বিভিন্ন প্রতিষ্ঠান কে আইন অমান্য করার অভিযোগে মোট ১১ জন কে ৩৪,৫০০ টাকা নগত জরিমানা করেন।এ সময় উপস্থিত ছিলেন, করোনা পরিস্থিতি নিয়ে নিয়োগকৃত বাংলাদেশ নৌ বাহিনীর (টেকনাফ দায়িত্বরত) লেঃ কমান্ডার তৌকির আহাম্মদ, টেকনাফ মডেল থানার এস আই বোরহান,এস আই আমির হোসেন,মোঃআলী-ড্রাইভার,মোঃশফিক-কম্পিউটার অপারেটর সহ স্থানীয় সাংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।