বুড়িচংয়ে নতুন করে করোনায় আক্রান্ত চিকিৎসকের গাড়ি চালক সহ ১ শিশু,

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:১৩ অপরাহ্ন   |   চট্টগ্রাম


মারুফ হোসেন-কুমিল্লা প্রতিনিধিঃ    


কুমিল্লার বুড়িচং উপজেলায় আরও নতুন করে আক্রান্ত হয়েছে ২ জন। বুড়িচং উপজেলার সরকারি হাসপাতালের ডাক্তার মীর হোসেন মিঠুর গাড়ির চালক আজ নতুন করে আক্রান্ত হয়েছে। পাশাপাশি একই উপজেলার ৮ নং পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ১০ বছরের ১ শিশু করোনায় আক্রান্ত হয়।                    


এ পর্যন্ত কুমিল্লায় মোট আক্রান্ত হয়েছে মোট ৩৫ জন। ১৯ শে এপ্রিল দুপুর ১ টার সময় এ বিষয় টি সিভিল সার্জন কার্যালয়ে নিশ্চিত করা হয়। বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু মোট ৬৮ জনের নমুনা সংগ্রহ করে। এ পর্যন্ত করোনা পজিটিভ এসেছে৭ জনের এবং মৃত্যু হয়েছে ১ জন নারীর। করোনা ভাইরাসে আক্রান্ত পজিটিভের মধ্যে ৪ জন শিশু, ২ জন নারী ও ১ জন পুরুষ।                           


বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক পিপিএম ঘটনাস্থল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। পূর্ব থেকে আক্রান্তদের বাড়ি লক ডাউন করে রেখেছে। নতুন আক্রান্তদের বাড়ি যথাযথ পদক্ষেপ নিয়ে লক ডাউন করা হয়েছে।

চট্টগ্রাম এর আরও খবর: