সন্দ্বীপ উপজেলা প্রশাসন কতৃক প্রচারনা।

পুষ্পেন্দু মজুমদার,
সন্দ্বীপ প্রতিনিধি ঃ
সন্দ্বীপ উপজেলা প্রশাসন কতৃক, সবাইকে সাবধানে থাকার জন্য মাইকিং।প্রতিদিন প্রশাসন সন্দ্বীপের মানুষের জন্য কিছু না কিছু করে যাচ্ছে। আজই তার ধারাবাহিকতা চলেছে প্রচারনা।
বাংলাদেশের বেশ কিছুদিন ধরে চলছে,চুরি ডাকিতির নতুন স্টাইল। কেউ আছে দেশের সেবায়, আর কেউ আছে ডাকাতির চেষ্টায়।
তাই প্রশাসন সন্ধা ৬ টার পর কেউ যদি পিপি পরে বলে, আপনার বাসায় করুনা রোগি আছে, আমরা মেডিকেল থেকে এসেছি।দরজা খুলুন,কেউ দরজা খোলবেনা।
আসুন সবাই সচেতন হয়, সরকারি নিয়মবিধি মেনে চলি।