রামগড়ে করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন সিন্ধুকছড়ি সেনাজোনের উপ-অধিনায়ক মেজর রাহাত আহমেদ।

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১০:১৪ অপরাহ্ন   |   চট্টগ্রাম


খাগড়াছড়ি প্রতিনিধি: 

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহীনীর সিন্ধুকছড়ির জোনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রামণ রোধে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও  কর্মহীন নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।


সোমবার সকাল থেকে  জোনের   উপ-অধিনায়ক মেজর রাহাত আহমেদ এবং সাব জোন কমান্ডার মেজর  জুনায়েদ বিন কবির এর নেতৃত্বে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিন্ধুকছড়ি ১৪ ফিল্ড রেজিমেন্টের সাব জোন কমান্ডার মেজর  জুনায়েদ বিন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, রামগড় থানার অফিসার ইনচার্জ  মোঃ সামসুজ্জামান সহ স্থানীয় সাংবাদিকরা। 




এ সময় তাঁরা সােনাইপুল  ফরেনার্স চেকপোস্ট পরিদর্শন সহ  দেশের বিভিন্ন এলাকা থেকে আগমন করে খাগড়াছড়িতে প্রবেশে চেকপোষ্টের গৃহিত কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।তারপাশাপাশি রামগড় যুবরেডক্রিসেন্ট কে সার্বিক সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন। পরে সিন্ধুকছড়ি জোনের পক্ষ থেকে হোম কোয়ারান্টাইনে থাকা  কর্মহীন ১০ টি পরিবারকে ঘরে ঘরে ত্রান সামগ্রী পৌছে দেন সেনা কর্মকর্তারা।

চট্টগ্রাম এর আরও খবর: