মানবতার মহাসমুদ্র দ্বীপরত্ন মাহফুজুর রহমান মিতা এমপির উপহার

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৪:১৪ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার,

সন্দ্বীপ প্রতিনিধি ঃ

সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা দ্বিতীয় বারের মতো করোনা পরিস্থিতে নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সহ মোট ৪ হাজার একশত বত্রিশ পরিবারকে তার ভালোবাসার উপহার দ্রুতগতিতে পৌছে দিচ্চ্ছেন


তিনি করোনা পরিস্থিতিতে দ্বীতিয় ধাপে চিন্তা করলেন মধ্য বিত্ত ও নিন্ম মধ্য বিত্তদের কথা।


যে সমস্ত পরিবারে পরিবার প্রধান বিদেশে অবস্থান করছে বা যারা ছোটখাট চাকুরি ও ব্যবসা করে জীবন অতিবাহিত করতো যারা লজ্জায় কারো কাছে ত্রান সহযোগিতা চাইতে পারেনা। 

যারা মধ্যবিত্ত তারা না পাচ্ছে কিছু চাইতে,না পাচ্ছে কিছু বলতে।।ঠিক তাদের কথা মাথায় রেখে চালু করেছেন হটলাইন, যাতে দেওয়া হয়েছিল প্রত্যক ইউনিয়নের এ একজন করে দায়িত্ব।।তারই সেই দ্বারাবাহিকতা হটলাইন ফোন এসেছে চার হাজার একশত বত্রিশ(৪১৩২) জন এর।।


তারই ধারাবাহিকতা আমানউল্ল্য ইউনিয়নে মাননীয় সংসদ সদস্য Mahfuzur Rahman Mita মহোদয়ের ভালোবাসার উপহার (খাদ্য সামগ্রী)  পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ।


উপস্থিত আছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সদ্যস শাহ আকবর হেলাল,  ছাত্রলীগ এর সংগ্রামি সভাপতি মাহাফুজুর রহমান  সুমন,উপজেলা কমিটির সদ্যস মাহামুদুল হাসান, এমপি মহোদয়ের পিএস ও হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব Jasim Uddin,আমানউল্ল্যা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক মোঃজুয়েল চৌধুরি,মুক্তিযুদ্ব মঞ্চ সন্দ্বীপ উপজেলার  সাধারন সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, আমানউল্ল্যা ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃ সাজেদ চৌধুরি, সাধারন সম্পাদক মোঃ আবসার,সদ্যস উদয় চন্দ্র শীল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম এর আরও খবর: