কুমিল্লায় মানা হচ্ছে না লকডাউন

 প্রকাশ: ০৪ মে ২০২০, ১২:০৪ অপরাহ্ন   |   চট্টগ্রাম


জি এম মাকছুদুর রহমান:কুমিল্লা

মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যেখানে সামাজিক দুরত্ব নিশ্চিত করা ছিলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে কুমিল্লা নগরীর কাঁচাবাজারগুলোতে মানা হচ্ছে না সেই সামাজিক দূরত্ব। কুমিল্লা নগরীর বাজারগুলোতে নজর দিলে পরিলক্ষিত হয় এমন চিত্রই। অপরদিকে শহরের অভ্যন্তরে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। কেউ আবার ঘুরছেন হ্যান্ড গ্লাভস ও মাস্ক ছাড়াই। প্রতিদিন দুপুর হলেই নগরীর বাদশা মিয়া বাজার এলাকায় শাসনগাছা রেল ওভারপাসের নিচের কাঁচাবাজারে প্রচুর মানুষের ভিড় লক্ষ করা যায়, এদের মধ্যে অনেকেই গ্লাভস ও ফেস মাস্ক ছাড়া বাজারে আসতে দেখা যায়, তাছাড়া, সামাজিক দূরত্বের যে নির্দেশনা দেওয়া হয়েছিলো তা কোনোভাবেই মানা হচ্ছে না। রাজগঞ্জ মাছ বাজারেও একই চিত্র লক্ষ করা গেছে। মাছ ব্যবসায়ীদের আগের মতই এলোমেলোভাবে বসে মাছ বিক্রি করতে দেখা গেছে। অল্প জায়গা হওয়াতে সেখানে মানুষের ভির লেগে থাকে প্রতিনিয়তই। যার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

চট্টগ্রাম এর আরও খবর: