সন্দ্বীপ নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মামুন কতৃক সাঁড়াশি অভিযান ও ১০ হাজার টাকা জরিমানা

পুষ্পেন্দু মজুমদার,
সন্দ্বীপ প্রতিনিধি ঃ
করোনার প্রভাবে নৌ-যাতায়াত নিষিদ্ধ হলেও বোট মালিকদের অতিরিক্ত লোভ, করোনার ঝুঁকিয়ে বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। সন্দ্বীপের নৌ-যাতায়াত বন্ধ রাখতে পারলে সন্দ্বীপকে করোনা মুক্ত থাকার জন্য একটি নিরাপদ জোন বলেও অনেকে মন্তব্য করছিলেন। কিন্তু বোট মালিক ও ইজারাদাররা অনেকটা প্রশাসনকে ফাঁকি দিয়ে যাত্রী পারাপার অব্যাহত রাখছে সেই ঝুঁকিকে পাত্তা না দিয়ে।
তেমনি ভাবে আজ কুমিরা থেকে গুপ্তছড়া এবং গুপ্তছড়া থেকে কুমিরা অবৈধভাবে যাত্রী পারাপার করায় এক বোট মালিক ও গুপ্তছড়া ঘাটের কেরানিসহ দুইজনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন। তিনি জানান প্রতি বোটে যাত্রী সংখ্যা ছিলো সর্বনিন্ম ৬০ জন। যাদের অধিকাংশই চট্টগ্রামের হালিশহর ও দামপাড়া হতে আগত। আগামীকাল থেকে আরো কঠোর ভাবে তিনি নৌ-যাতায়াত নিয়ন্ত্রন করবেন বলে জানান।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতাঃ আব্দুল্লাহ মিয়া ও মোঃ হাকিম, পিতাঃ আব্দুল মনাপ।
নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ মামুন আগামিকাল থেকে আরো কঠোরভাবে নৌ যাতায়াত নিয়ন্ত্রন করবেন।